বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৫ ককটেল বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর ৫টি ককটেল বিস্ফোরণ হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টা ৪০ মিনিটে এ ঘটনার সূত্রপাত হয়। পরে কিছুক্ষণ পরপর বিস্ফোরণ হতে থাকে। এতে তিন পথচারী আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল বিস্ফোরণের পরই নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ককটেল বিস্ফোরণের প্রতিবাদে সঙ্গে সঙ্গে মিছিল বের করেন ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মীরা।

সম্প্রতি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে অনেকে জায়গা পাননি। পদবঞ্চিতরাই এই ককটেল বিস্ফোরণ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পল্টন থানার পুলিশ।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা সরকারি এজেন্সির কাজ। এখন তারাই ছড়াবে এটা ছাত্রদলের পদবঞ্চিতদের কাজ। কেউ পদবঞ্চিত হলে তো সামনে আসবে। টোকাই দিয়ে কেন ককটেল বিস্ফোরণ ঘটাব?