বিএনপির ছোটখাটো ভুল মাফ করুন, ইসিকে নাসিম
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থীত প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্রে ছোটখাটো ভুল মার্জনার চোখে দেখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
বুধবার রাজধানীতে ‘বিজয় মঞ্চের গান’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
এবার ২৯৫ আসনে বিএনপির হয়ে জমা দেয়া মনোনয়নপত্রের ১৪১টি বাদ পড়ে গেছে নানা কারণে। কারণ হিসেবে দুই বছরের বেশি দ- যেমন আছে, তেমনি আছে খেলাপি ঋণ, স্থানীয় সরকারের পদ না ছাড়া, বা পদত্যাগপত্র গৃহীত না হওয়া, হলফনামায় সই না করা বা প্রয়োজনীয় কাজগপত্র না থাকা।
নাসিম বলেন, ‘নির্বাচন কমিশনকে বলতে চাই, ওরা (বিএনপি) ছোট-খাটো ভুল করেছে। ওরা ছোট-খাটো ভুল করলে তাদের মাফ করে দেন। তাদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দেন।’
তবে ঋণখেলাপি এবং বিভিন্ন মামলায় সাজা প্রাপ্ত আসামিদের ক্ষেত্রে ক্ষমা নাই বলেও সাফ জানিয়ে দেন স্বাস্থ্যমন্ত্রী।
বর্তমান সরকারের অধীনে ভোটে এসে বিএনপির প্রথম পরাজয় হয়েছে বলেও মনে করেন নাসিম। বলেন, ‘এরপর নির্বাচনে জয় লাভ করাটা হবে মূল লড়াই। সেই লড়াইয়ে জয়ী হওয়ার কোনো বিকল্প নেই।’
ভোটে জিততে ঢাকা শহরকে বেশি গুরুত্ব দেয়ার কথাও বলেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ‘ঢাকার বিজয় মানে বাংলাদেশ বিজয়। দিন-ঘুম হারাম করে আপনাদের ঝাঁপিয়ে পরতে হবে। আপনাদের কাজ হবে ঢাকাকে দুর্গে পরিণত করা।’
ভোটের প্রস্তুতি হিসেবে সারাদেশের বিজয় মঞ্চ তৈরি ও ঘরে ঘরে গিয়ে নৌকায় ভোট চাওয়ার অনুরোধ জানানো হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেন, ‘২০০৮ সালে ডিসেম্বর মাসে বিজয় অর্জন করেছি। ২০১৮ সালেও করব। বিএনপি জামায়াত, ড. কামালের নেতৃত্ব গঠিত ঐক্যফ্রন্টকে পরাজিত করে আমরা এই ডিসেম্বরে আবার বিজয় অর্জন করব।’
আওয়ামী লীগের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘এবারের নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র আসছে, স্বাধীনতাবিরোধী শক্তি ক্ষমতায় যেতে চায়।’
অনুষ্ঠানে দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন গণ-আজাদী শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠানে পরিবেশিত সবকয়টি গানের গীতিকার হাসান মতিউর রহমান। তাকে একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত করার দাবি জানানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন