বিএনপির নেতাকর্মীদের গাছের ডাল দিয়ে পেটাল পুলিশ!
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির কালো পতাকা মিছিলে নেতাকর্মীদের পুলিশ গাছের ডাল দিয়ে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করলে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আহাম্মেদ তাইয়েবুর রহমান হিরণ, অচিন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান তালুকদার, ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন বাচ্চু, যুবদল নেতা আজিজুল হক, কামাল হোসেন, ছাত্রদল নেতা হুমাইয়ুন কবীর, সেলিম আজাদ ও জুনায়েদ খান পাঠান।
আহত বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তাইয়েবুর রহমান হিরণ অভিযোগ করে বলেন, দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার স্টেশন মোড়ে পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। গাছের ডাল দিয়ে নেতাকর্মীদের বেধড়ক পেটায় পুলিশ। এতে তিনিসহ ১০ জন আহত হন।
তবে মিছিলে লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহাম্মদ বলেন, ‘আমরা মিছিলে ধাওয়া দিয়েছি, লাঠিপেটা করিনি।’
পুলিশ মিছিলে লাঠিপেটার অভিযোগ উড়িয়ে দিলেও বেশ কিছু ছবিতে বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিপেটা করতে দেখা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন