বিএমএ মাদার্শা ফুটবল একাডেমী কর্তৃক সার্বজনীন শান্তিনিকেতন বৌদ্ধবিহার সংবর্ধনা অনুষ্ঠিত
বিএমএ মাদার্শা ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তিনিকেতন বৌদ্ধবিহার হল প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিধান বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তিনিকেতন বুদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুপলা বংশ থেরো।
অনুষ্ঠান উদ্বোধক ছিলেন সিনিয়র সাংবাদিক এম এম সিকান্দর, প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন শাহ,সংবর্ধিত অতিথি ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরোয়ার চৌধুরী, সংবর্ধিত অতিথি ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি বিহার পরিচালনা কমিটির সভাপতি স্বদেশ কুসুম চৌধুরী, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বড়ুয়া, আরোও উপস্থিত ছিলেন শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন মিয়াজী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগর সাবেক নেতা ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, কমল বড়ুয়া, তপন বড়ুয়া,বোলন বড়ুয়া, শিমুল বড়ুয়া,তপু বড়ুয়া, সমীরণ বড়ুয়া, প্রমুখ।
প্রধান অতিথি জসিম উদ্দিন শাহ বলেন, বর্তমান যুব সমাজ পরিশ্রম না করে ফিটনেসের দিকে না ঝুঁকে মাদকের দিকে ঝুঁকছে। তাই যুব সমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলা ধুলায় যুক্ত রাখতে হবে। সাংবাদিক এম এম সেকান্দার বলেন,খেলাধুলাই যুব সমাজের মেধা ও মননকে বিকশিত করে, তরুন প্রজন্মকে সমাজ বিনির্মাণে উদ্দীপ্ত করে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার চৌধুরী বিএমএ ফুটবল একাডেমির সাফল্য কামনা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন