বিচারপতির বাসায় চুরি, কারাগারে কর্মচারী
হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিমের বাসা থেকে আট লাখ টাকা চুরির ঘটনায় কর্মচারী সবুজ মিয়ার বিরুদ্ধে মামলা গ্রহণ করে তাকে গ্রেফতার ও কারাগারে প্রেরণ করেছেন আদালত।
আদালতে প্রদান করা অভিযোগনামা থেকে জানা যায়, মার্চের পাঁচ তারিখ বিচারপতি তারিক উল ইসলাম তার বাসভবনে কর্মরত থাকা অবস্থায় তার বাসা থেকে ৬০০ মার্কিন ডলার এবং ৩০ হাজার টাকা, ফেব্রুয়ারির ২৭ তারিখের তার বাসা থেকে ৫০০০ মার্কিন ডলার এবং ২০১৮ এর ডিসেম্বরের ৮ তারিখে তার চেম্বার থেকে আরো ৩ লাখ টাকা চুরি হয়। এছাড়াও এর আগে তার বাসা থেকে আরো কিছু টাকা চুরি হয়।
পরবর্তীতে কর্মচারী সবুজের চলাচল এবং আচার আচরণ সন্দেহজনক মনে হলে বিচারপতি তারিক তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন। সে অভিযোগের প্রেক্ষিতে সবুজকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে। পরবর্তীতে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন