বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় ভোলার কুঞ্জেরহাট গ্রীন ভিউ মডেল স্কুলের সাফল্য

“জ্ঞান- বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়” এই স্লোগানে উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ ভোলার তজুমদ্দিন উপজেলায় সম্পন্ন হয়েছে। উপজেলার হাইস্কুল ও দাখিল মাদরাসাসমূহ এ প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা সাফল্য অর্জন করে গ্রীন ভিউ মডেল স্কুলের তিন মেধাবি শিক্ষার্থী। এ প্রতিষ্ঠানটি কোড়ালমারা বাংলাবাজার হাইস্কুলের রেজিস্ট্রেশন অন্তর্ভুক্ত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াডের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ।

বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে গ্রীন ভিউ মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ মাশরাফি প্রথম স্থান, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় দশম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ জাহিন প্রথম স্থান ও দশম শ্রেণির শিক্ষার্থী মোসা: আনিকা দ্বিতীয় স্থান অর্জন করে। বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় গ্রীন ভিউ মডেল স্কুলের শিক্ষার্থীদের এ সাফল্য উপজেলা পর্যায়ের তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন শিক্ষানুরাগী মহল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রকল্প কর্মকর্তা, একাডেমিক সুপার ভাইজার সোহেল আহমেদ, কোড়ালমারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম, গ্রীন ভিউ মজেল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর সহকারী অধ্যাপক মো. বিল্লাল মোল্লা এবং উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের প্রধানগন ও স্থানীয সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, শিক্ষার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া ও বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী চর্চায় গ্রীন ভিউ মডেল স্কুলের শিক্ষার্থীরা সাফল্য অব্যাহত রেখেছে। শিক্ষার্থীদের এর সাফল্য স্থানীয় মহল ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছে।