বিদায়ী আয়োজনে অনার্স জীবনের সমাপ্তি বান্দরবান কলেজ বাংলা বিভাগের শিক্ষার্থীদের
পার্বত্য অঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ বান্দরবান সরকারি কলেজের বাংলা বিভাগের চতুর্থ তম ব্যাচের (২০১৮-২০১৯) সেশনের শিক্ষা সফর ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকাল থেকে শিক্ষার্থীরা বান্দরবানের অন্যতম পর্যটন এরিয়া ভেনাস রিসোর্টে প্রকৃতির লীলাভূমি অবলোকন করে।
বিকেলে কলেজের বাংলা বিভাগের প্রফেসর মেহেদী হাসান এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক উম্মে হুজাইফা মিফতা। এসময় উপস্থিত ছিলেন অতিথি শিক্ষক তামান্না সিদ্দীকা, জয়াশীল।
অনুষ্ঠানে চতুর্থ তম ব্যাচের শিক্ষার্থী মো.সাদ্দাম হোসেন ও মো. এরফান মাহমুদ মিনহাজের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মনিরা আক্তার মুন্নি, সাদ্দাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষক উম্মে হুজাইফা মিফতা বলেন, শিক্ষা জীবন শেষ করে তোমাদের কর্মজীবন, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে হবে এবং সুন্দর সমাজ বিনির্মাণে সকলকে শিক্ষার আলো ছড়াতে হবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর মেহেদী হাসান বলেন, জীবনে দুইটি শব্দকে না বলতে হবে একটি হলো মাদক, অন্যটি হচ্ছে মিথ্যা। এই দুই কাজ থেকে বিরত থাকতে পারলে জীবন সুন্দর এবং সার্থক হবে। সফলতা বয়ে আনবে প্রত্যেকের জীবনে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিদায়ী ক্রেস্ট তুলে দেন অতিথিরা এবং শিক্ষকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন যথাক্রমে শিক্ষার্থী মো. মোরশেদুল ইসলাম, মো: ইকবাল হোসেন, মো. আবু হানিফ, মো: জাহাঙ্গীর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন