‘বিদেশিরা নয়, দেশের জনগণই নির্বাচনের বড় পর্যবেক্ষক’
বিদেশিরা নয়, দেশের জনগণই নির্বাচনের বড় পর্যবেক্ষক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘জনগণের প্রতি আস্থাহীন রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ওপর ভরসা করছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। জনগণ ভোটের মালিক। এ নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই পরবর্তী সরকার গঠন করবে। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল জনগণের রায় মেনে নেবে।’
শুক্রবার (২৩ নভেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও এলজিইডি’র চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
১৪ দলের মুখপাত্র বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে বিএনপি ও অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করছে এটি সুখের কথা। আওয়ামী লীগও চায় দেশের নিবন্ধিত সব দল নির্বাচনে অংশ নিক। সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক এ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে।’ কিন্তু কোনও দল যেন নির্বাচন থেকে সরে গিয়ে বিদেশিদের কাছে অসত্য অভিযোগ না করে সেজন্য তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘কোনও অন্যায় বা ভুল হলে তার বিচার দেশের জনগণই করবে।’
শেখ হাসিনার নেতৃত্বে সরকার গত ১০ বছরে যে উন্নয়ন করেছে তা অভূতপূর্ব উন্নয়ন উল্লেখ করে নাসিম বলেন, ‘নির্বাচনে নৌকার বিকল্প নেই। মানুষ শান্তিতে থাকতে চায়, উন্নয়ন চায়। শান্তি ও উন্নয়নের জন্য জনগণ আবারও নৌকায় ভোট দেবে। দেশের মানুষ জ্বালাও-পোড়াও রাজনীতি প্রত্যাখ্যান করেছেন। যারা এসব করে সেই দলকে মানুষ আর ভোট দেবে না।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন