বিদ্যুতের বিল ৭৭ কোটি টাকা, তাও কিনা মাত্র ১ মাসের!

পেশায় তিনি একজন কৃষক। সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবার ভারতের বাসিন্দা রাম প্রসাদের।
ঘুণাক্ষরেও কখনও ভাবেননি ‘সামান্য’ বিদ্যুতের বিল নিয়ে এমন ফাঁপড়ে পড়তে হবে তাকে। বিদ্যুৎ দফতর থেকে বিল এসেছে। কিন্তু সেই বিল হাতে নিয়ে চোখ কপালে উঠে গেল রাম প্রসাদের। তার একমাসের বিদ্যুতের বিল এসেছে ৭৭ কোটি টাকা।
এমন ঘটনাই ঘটেছে ভারতের ছত্তিশগড়ে। মহাসমুন্দ জেলার বাসিন্দা রাম প্রসাদ। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ৭৬ কোটি ৭৩ লাখ টাকার বিদ্যুতের বিল পেয়ে আকাশ থেকে পড়েন রাম প্রসাদ। বিল নিয়ে দৌড়ে যান বিদ্যুৎ দফতরে।
এই ঘটনায় সঙ্গে সঙ্গেই গরুণ কুমার ও দোজ কুমার দেবগণ নামে দুজন কর্মচারীকে বরখাস্ত করে বিদ্যুৎ দফতর। একইসঙ্গে জানায়, গত আগস্ট মাসে মিটার বদল হয় রাম প্রসাদের বাড়ির, তার জেরেই এই ঘটনা। সংশোধনের পর ১,৮২০ টাকার বিল দেওয়া হয় রাম প্রসাদকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















