বিনাবিচারে ৯ বছর কারাভোগের পর জামিন
পিতা হত্যা মামলায় বিনাবিচারে ৯ বছর যাবত কারাগারে থাকা ছেলে ছালেহ আহম্মদ কালু অবশেষে জামিন পেয়েছেন।
বুধবার বিচারপতি একেএম আবদুল হাকিম ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামির স্ত্রীর জিম্মায় জামিন মঞ্জুর করেন।
কালু বর্তমানে কুমিল্লা কারাগারে আছেন।
আসামির পক্ষে আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ।
আইনজীবী মিন্টু কুমার মন্ডল যুগান্তরকে জানান, পিতা হত্যার মামলায় ২০০৮ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ছালেহ আহম্মদ ওরফে কালু বিনা বিচারে কারাগারে আছেন। তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত (মানসিক রোগী)। এসব বিষয়ে বিবেচনায় নিয়ে জামিন দেন আদালত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন