বিপজ্জনক জুয়া খেলায় মেতেছেন ম্যাকরন : ওয়াশিংটন পোস্ট
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ডোনাল্ড ট্রাম্পকে প্যারিস সফরের আমন্ত্রণ জানিয়ে বিপজ্জনক জুয়া খেলায় মেতেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জনপ্রিয় মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।
সেখানে বলা হয়েছে, ফ্রান্সে ট্রাম্পের কোনো জনপ্রিয়তা নেই বরং দেশটির জনগণ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছে। এরকম একটি অবস্থায় ট্রাম্পকে প্যারিস সফরের আমন্ত্রণ জানিয়ে ম্যাকরন বিপজ্জনক জুয়া খেলা শুরু করেছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরে বলা হয়েছে, বিশ্বের হাতে গোনা কিছু দেশ বিশেষ করে পশ্চিম ইউরোপের কিছু দেশের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক রয়েছে।
জনপ্রিয় এই মার্কিন দৈনিকটির মতে, আমেরিকা যখন বিশ্ব অঙ্গনে দিন দিন একঘরে হয়ে পড়ছে তখন ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের অন্তরে স্থান করে নিতে চেয়েছেন ম্যাকরন। অথচ ট্রাম্প ও ম্যাকরনের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কারণ তারা সম্পূর্ণ বিপরীত চরিত্রের দু’জন মানুষ। এমনকি ফ্রান্সের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাকরনের প্রধান প্রতিদ্বন্দ্বী মেরিন লো পেনের পক্ষ নিয়েছিলেন ট্রাম্প।
সূত্র : ওয়াশিংটন পোস্ট
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন