বিপুল অর্থ পাচারের তদন্তে কেন্দ্রীয় ব্যাংক
গত দশ বছরে (২০০৫-২০১৪) বাংলাদেশ থেকে ৭৫ বিলিয়ন ইউএস ডলার বা ৬ লাখ ২০ হাজার কোটি টাকা অবৈধভাবে পাচারের ঘটনা তদন্ত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে সরকার।
এ বিষয়ে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রতিবেদন প্রকাশের পর এমন সিদ্ধান্তের কথা বুধবার সংসদ অধিবেশনে জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুুহিতের অনুপস্থিতিতে জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, এই বিষয়ে তদন্তের জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দিয়েছে সরকার।
বুধবার প্রকাশিত ডেইলি স্টারের ‘২০১৪ সালে ক্ষতি ‘৬-৯ বিলিয়ন ইউএস ডলার’ শীর্ষক প্রতিবেদন উদ্ধৃত করে পীর ফজলুর রহমান সংসদে বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ জানতে চান।
এর জবাবে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান জানান, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা এই ঘটনার তদন্ত করছে। তদন্ত প্রতিদেন হাতে পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিবে।
এধরনের সকল প্রকার দুর্নীতি রোধে সরকার কেন্দ্রীয় ব্যাংককে সহযোগিতা করবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন