বিমান থেকে হাজার হাজার মাছ ফেলা হল লেকে!

বিমান থেকে হাজার হাজার মাছ ফেলা হয়েছে লেকে। অদ্ভুত এই ঘটনা ঘটেছে আমেরিকার পশ্চিমের ইউতাহ অঙ্গরাজ্যের একটি লেকে। সেখানে এভাবেই মাছ ফেলা হয়।

আয়োজকদের মতে, এই উপায়ে জলাশয়ে মাছের সরবরাহ বেশ নিরাপদ। ৯৫ শতাংশ মাছই জীবিত থাকে।

ইউতাহর বোল্ডার মাউন্টেন অঞ্চলের এই লেকে ট্রাউট মাছ ফেলা হয়েছে। ছোট আকারে মাছগুলোর আকাশ থেকে পানিতে পড়তে তেমন সমস্যা হয় না। কন্টেইনার বা অন্য কোনো উপায়ে আনাটাই বেশি ঝামেলার। এতে অনেক মাছ মরেও যায়। আসলেই ৯৫ শতাংশ মাছ পানিতে পড়ার পর দিব্যি বেঁচে ছিল।