বিরোধী দলের চেয়ারে বসতে পেরে আমি গর্বিত : এরশাদ
একাদশ জাতীয় সংসদে সদস্য হিসেবে শপথ নিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার বেলা সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।
শপথগ্রহণ শেষে জাতীয় সংসদে বিরোধী দলের নেতার কক্ষে বিরোধীদলীয় নেতার চেয়ারে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমি গর্বিত বিরোধী দলের চেয়ারে বসতে পেরে।
তিনি বলেন, জাতীয় পার্টিকে সত্যিকারের শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এ বিষয়ে সব ধরনের চেষ্টা আমার অব্যাহত থাকবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, বিরোধী দলের নেতা ও চিফ হুইপের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করব।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকারও বিরোধী দল থেকে নেয়া হয় সে আবেদনও সরকারের কাছে করা হবে বলে জানান তিনি।
এ সময় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা হেসে এরশাদকে উদ্দেশ করে বলেন, স্যার দীর্ঘ ২৭ বছর পর আপনিই কোনো পুরুষ বিরোধী দলের নেতা হলেন।
এ সময় জাপা কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমামসহ পার্টির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন