বিশাল রানের পাহাড় চাপিয়ে দিল অস্ট্রেলিয়া

উইন্ডিজের বিপক্ষে বিশাল লক্ষ্য তাড়া করে জেতার স্মৃতি এখনো তরতাজা। রান তাড়ায় ব্যাটিংয়ে বাংলাদেশ যে সাবলীলতা দেখিয়েছে তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও হয়তো টস জিতলে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতেন মাশরাফি। হয়েছেও তাই। টস হারলেও টার্গেটে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। কিন্তু টার্গেটটা যে আকাশছোঁয়া।

নটিংহ্যামে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে ৩৮১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া।

ওয়ার্নার, ফিঞ্চ, খাজার পর ম্যাক্সওয়েল। একেকজন ক্রিজে এসেছেন আর রীতিমতো কাঁদিয়ে ছেড়েছেন টাইগার বোলারদের।

টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনারের দারুণ শুরুর পর ফিরে যান অ্যারন ফিঞ্চ। এরপর উসমান খাজাকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান ডেভিড ওয়ার্নার। ১৪৭ বলে ১৬৬ রানের নয়নাভিরাম ইনিংস খেলার পর ওয়ার্নার ফেরেন সৌম্য সরকারের শিকার হয়ে। বাংলাদেশের জন্য মড়ার ওপর খাড়ার ঘা হয়ে আসে ম্যাক্সওয়েলের ১০ বলে ৩২ রানের ইনিংস। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৪৯ ওভারে ৫ উইকেটে ৩৬৮ রান তুলে অস্ট্রেলিয়া। বৃষ্টির পর খেলতে নেমে এক ওভারে যোগ করে আরো ১৩ রান। শেষ দশ ওভারেই নিয়েছে ১৩১ রান। আর সব মিলিয়ে বাংলাদেশের টার্গেট দাঁড়িয়েছে ৩৮২।

স্কোর:
অস্ট্রেলিয়া ৩৮১/৫ (৫০)
ডেভিড ওয়ার্নার ১৬৬ (১৪৭)
অ্যারোন ফিঞ্চ ৫৩ (৫১)
উসমান খাজা ৮৯ (৭২)
গ্লেন ম্যাক্সওয়েল ৩২ (১০)
মার্কস স্টইনিশ ১৭* (১১)
স্টিভ স্মিথ ১ (২)
অ্যালেক্স কারি ১১* (৮)

বোলার
মাশরাফি ৮-০-৫৬-০
মোস্তাফিজ ৯-০-৬৯-১
সাকিব ৬-০-৫০-০
রুবেল ৯-০-৮৩-০
মেহেদী মিরাজ ১০-০-৫৯-০
সৌম্য ৮-০-৫৮-৩