বিশ্ব পরিবেশ দিবসে ভিবিডি সাতক্ষীরা’র গাছের চারা রোপণ কর্মসূচী
গাছ লাগান, পরিবেশ বাঁচান এই শ্লোগানে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সাতক্ষীরা জেলার আয়োজনে গাছের চারা রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫জুন) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে বিভিন্ন স্থানে এসব গাছের চারা রোপণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু।
ভলেন্টিয়ার ফর বাংলাদেশের প্রজেক্ট অফিসার ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, আর এস শুভ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার পাবলিক রিলেশন অফিসার মাহবুবুর রহমান তূর্য, জেনারেল সদস্য আল মামুন, ফাতেমা তুজ জোহরা, মনিরা সুলতানা, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সিনিয়র রোভার মেট রজনী সুলতানা, সাবিত্রী পাল প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন