বিশ্বকাপের বিশেষ দূত বাংলাদেশের আব্দুর রাজ্জাক
চলতি মাসের ৩০ তারিখ স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের বিশ্বকাপের। এরই মধ্যে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও ইংল্যান্ড বিশ্বকাপে যাচ্ছেন বাংলাদেশি বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। মূলত তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশেষ দূত হিসেবে ইংল্যান্ড বিশ্বকাপে যাবেন।
বাংলাদেশের হয়ে ২০০১ ও ২০০৭ বিশ্বকাপে খেলেছিলেন রাজ্জাক। তিনি ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছিলেন। সেই টুর্নামেন্টে তিনি ১৩ টি উইকেট শিকার করেছিলেন।
বাংলাদেশের জার্সিতে ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ২৮, ২০৭ ও ৪৪টি উইকেট শিকার করেন রাজ্জাক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন