বিশ্বে একদিনেই ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু
মহামারি করোনার তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত আছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই ভাইরাসটি। উপরন্ত বিশ্বের বিভিন্ন দেশে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা।
গত একদিনে ১৫ হাজারেরও বেশি মৃত্যুর রেকর্ড হয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৩৫৩ জন। তবে, সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ কোটি ৫৮ লাখ ১৮ হাজার ৬২৯ জন।
সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ২০ লাখ ৬ হাজার ১৭৮ জন, মোট মারা গেছেন ১৯ লাখ ৭০ হাজার ৩০ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তালিকায় এক নম্বরে থাকা এ দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২২৫ জন। মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৫৯৯ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন