বিশ্বের প্রথম নারী হিসেবে হীরা-জহরতে গোসল করলেন হাসিমজা!

বাথটব ভর্তি নোট আর গয়না, তার মধ্যেই আকণ্ঠ ডুবে গোসল সারলেন মালয়েশিয়ার এক কসমেটিক্স কোম্পানির সিইও দুতুক সেরি হাসিমজা ওটমান। তার সম্পদের এই প্রদর্শন দেখে সোশ্যাল মিডিয়ায় রীতিমত সমালোচনা শুনতে হয়েছে তাকে। আবার অনেকেই বলছেন তিনিই বিশ্বের প্রথম নারী যিনি হীরা-জহরতে গোসল করেছেন।

স্কিনকেয়ার কোম্পানি ভিদা বিউটির প্রধান ৪৫ বছরের হাসিমজা ওটমান। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের বিলাসবহুল জীবনের ছবি পোস্ট করেছেন এই বিজনেস টাইকুন।

নিজের একটি মিউজিক ভিডিও-ও প্রকাশ করেছেন তিনি।‘আই এম মি’ নামে সেই মিউজিক ভিডিও চোখ কপালে তুলেছে অনেকের। সেখানে দেখানো হয়েছে যে অর্থ ও গয়নায় ভরা একটি বাথটবে বসে হাসিমজা। অন্য একটি দৃশ্যে দেখানো হয়েছে যে নিজের ল্যাম্বরঘিনি গাড়ির চারপাশে নেচে নেচে ঘুরছেন হাসিমজা।

অর্থের এই রকম প্রদর্শন দেখে নাখ কুঁচকেছেন অনেকে। এমনকি হাসিমজার ‘গায়ের চামড়া চীনের প্রাচীরের থেকেও মোটা’ বলে তার বিরুদ্ধে তোপ দেগেছেন অনেকে। তবে হাসিমজার দাবি যে অর্থের প্রদর্শন নয়, কঠোর পরিশ্রম করলে জীবনে যে সাফল্য পাওয়া যায়, সেটাই বোঝাতে চেয়েছিলেন তিনি।