বিশ্বের সবচেয়ে বড় ডুবোগুহার সন্ধান (ভিডিও)
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ডুবো গুহার সন্ধান মিলেছে। মেক্সিকোর ইউকাটান উপদ্বীপ অঞ্চলের পানির তলায় সন্ধান মিলেছে এই গুহার। পূর্ব মেক্সিকোর কোয়ান্টানা সু রাজ্যের টুলুমের কাছে অবস্থান গুহাটির। গ্রান অকুইফারো মায়া প্রজেক্টের অধীনে চালানো অনুসন্ধানে গুহাটির সন্ধান মেলে। গবেষকরা বলেন, কয়েক মাসের মধ্যে গুহাটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ব্যাপারে গবেষক জুয়েরিলামো ডি এন্ডা বলেন, ‘স্যান অ্যাক্টন মায়া সভ্যতা থেকে স্প্যানিশ সাম্রাজ্যের সময়কার এখানকার সংস্কৃতি সম্পর্কে জানতে আমাদের সাহায্য করবে।’ ডুব গুহাটিতে এরিমধ্যে মায়া সভ্যতার স্মারক লক্ষ করা গেছে। এখানে শত শত পুরাকীর্তি তথ্য তৈজসপত্র ও প্রাণীজ হাড়গোড় পাওয়া গেছে।
এদিকে, অসংখ্য পার্শ্ব সুরঙ্গ থাকায় গবেষকদের কাছে এটি যথারীতি ধাঁধাঁয় রূপ নিয়েছে। জানা গেছে, এটি অনেকটা অন্ত:সলিলা নদীর মত। ডুবো গুহাটির দৈর্ঘ্য ৩১৫ কি.মি। এটির নামকরণ করা হয়েছে স্যাক অ্যাক্টন।
ডুবুরিরা শুরুর দিকে এটিকে একাধিক সুরঙ্গ মনে করলেও, পরে প্রমাণ হয় আসলে একটি গুহারই বিভিন্ন অংশ এগুলো।
সূত্র: রয়টার্স, গার্ডিয়ান
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন