বিষাক্ত পটকা মাছ খেয়ে দাদি-নাতনির মৃত্যু, গুরুতর অসুস্থ ৭
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় বিষাক্ত পটকা মাছ খেয়ে একই পরিবারের দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের আরও সাতজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দাদি ফজিলা খাতুন (৬০) ও তার নাতনি মরিয়মের (৩) মৃত্যু হয়। পরে রাত ৮টার দিকে গুরুতর অসুস্থ সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর অসুস্থরা হলেন- শফিকুল ইসলাম (৩৫), আমজাদ হোসেন (২৬), বিলকিস (৩০), রাব্বি (১০), সাব্বির (৭), ঝর্ণা (৮) ও আতিয়া (২)।
স্থানীয় সূত্র জানায়, বৃদ্ধা ফজিলা খাতুন আজ সকালে বারইয়ারহাট বাজার থেকে পরিত্যক্ত পটকা মাছ কুড়িয়ে আনেন। দুপুরে সেই মাছ রান্না করে খেয়ে পরিবারের সবাই একে একে অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যার দিকে গুরুতর অসুস্থ ফজিলা খাতুন ও মরিয়মের মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়ক আবদুল হামিদ জাগো নিউজকে বলেন, বিষাক্ত পটকা মাছ খেয়ে গুরুতর অসুস্থ সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন