বিসিবিকে দেশি কোচ নিয়োগ দিতে বললেন আশরাফুল

বাংলাদেশের ক্রিকেটাঙ্গন এখন উত্তাপ কোচ ইস্যুতে। হাথুরুসিংহের পর কে হবেন পরবর্তী কোচ তা নিয়েও হচ্ছে ব্যাপক আলোচনা। হাই প্রোফাইল কোচের দিকেই হয়তো ছুটবে বিসিবি। যদিও আশরাফুলের পরামর্শ একটু ব্যতিক্রম।

আশরাফুলের মতে, ‘দেশি কোচও যদি চিন্তা-ভাবনা করে সেটা আমি মনে করি খারাপ হবে না। সুজন ভাই অনেক দিন ধরে টিমের সঙ্গে আছেন। বুলবুল ভাইও কিন্তু অনেক দিন যাবত আইসিসিতে কাজ করছেন। সালাউদ্দিন ভাইয়ের রেকর্ডও অনেক ভালো। সারোয়ার ইমরান স্যার আছেন, উনিও অনেক দিন বাংলাদেশ দলের কোচিং করিয়েছেন।’

তবে বিসিবি হয়তো হাই-প্রফাইল বিদেশি কোচ আনার কথাই ভাবছে। তবে যতদিন বাইরে থেকে কোচ আনতে পারছে না ততদিন পর্যন্ত অন্তর্বর্তী কোচ হিসেবে দেশি কাউকে রাখার কথা জানিয়েছে বিসিবি। আর এক্ষেত্রে বোর্ডের প্রথম পছন্দ খালেদ মাহমুদ সুজন।