বৃষ্টি আর শীতে নাকাল রোহিঙ্গারা
নানা সমস্যায় জর্জরিত রোহিঙ্গাদের সামনে এবার সমস্যা হয়ে এসেছে বৃষ্টি আর শীত। গত কয়েকদিনের বৃষ্টির পর খোলা আকাশের নিচে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে আগাম শীত।
তাদের চিকিৎসা সেবায় ৫০টি মেডিক্যাল টিম কাজ করে যাচ্ছে। আর ত্রাণ বিতরণ করা হচ্ছে ২৩টি পয়েন্টে।
এতকিছুর মধ্যেই নতুন করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। তাদের অভিযোগ মিয়ানমারের পুলিশ ক্লিয়ারেন্স বা এমপিসি কার্ড নিয়ে চলছে নতুন নির্যাতন। নানা উপায়ে রোহিঙ্গাদের কাছ থেকে আদায় করা হচ্ছে অর্থ।
নতুন করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের কাছ থেকে জানা গেছে, রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়া করতে নানা কৌশল অবলম্বন করছে সে দেশের নিরাপত্তাবাহিনী। অগ্নিসংযোগ, হত্যা, নির্যাতনের পর এবার রোহিঙ্গাদের রাখাইন ছাড়া করতে নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করছে পুলিশ ক্লিয়ারেন্স বা এমপিসি কার্ড। এখনো যারা মিয়ানমারে রয়ে গেছে তাদেরকে এই কার্ড নিতে বাধ্য করা হচ্ছে। কার্ড না নিলে দাবি করা হচ্ছে লাখ লাখ টাকা জরিমানা।
রোহিঙ্গারা বলছেন, রাখাইন রাজ্যে এবার মিয়ানমার পুলিশ ক্লিয়ারেন্স-এমপিসি কার্ড বাধ্যতামূলক করেছে।
বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গা যুবক আমির হামজা বলেন, আমাকে ধরে নিয়ে গিয়ে ৩ লাখ টাকা আদায় করেছে মিয়ানমারের সেনারা। টাকা দিয়ে প্রাণ নিয়ে ফিরতে পেরেছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন