বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু করেছে w3Freelancer
বেকারত্ব বাংলাদেশের একটি বড় সমস্যা। দিন দিন দেশে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও কর্মসংস্থানের সুযোগ সেভাবে তৈরি হচ্ছে না। এই পরিস্থিতিতে ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বর্তমানে ছোট শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত ফ্রিল্যান্সিং পেশার প্রতি আগ্রহ বেড়েছে। বিশেষ করে শিক্ষিত তরুণ-তরুণীরা বেকারত্ব কাটিয়ে এই পেশায় যুক্ত হচ্ছেন। এমনকি অনেক অভিজ্ঞ ব্যক্তিও মূল কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং করে আর্থিক স্বনির্ভরতা অর্জন করছেন।
শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে একদল সফল ফ্রিল্যান্সার সাথে নিয়ে W3Freelancer নামক প্রতিষ্ঠান তৈরি করে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছেন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফ্রিল্যান্সার আদনান হাবিব জানিয়েছেন, “আমরা কিছু অভিজ্ঞ ফ্রিল্যান্সার একত্রিত হয়ে এমন একটি উদ্যোগ নিয়েছি, যেখানে বেকার যুবকদের দক্ষ করে তোলা হবে এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের সুযোগ তৈরি করে দেওয়া হবে। প্রশিক্ষণটি হবে দুই মাসব্যাপী, যেখানে শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ শেখানো হবে। প্রশিক্ষণ শেষে তাদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ পেতে সহায়তা করা হবে।”
আদনান হাবিব আরও জানান, যেহেতু এই প্রশিক্ষণ অনলাইনে পরিচালিত হবে, তাই দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ এতে অংশ নিতে পারবেন।
সাধারণ চাকরির তুলনায় ফ্রিল্যান্সিং করে অনেকে বেশি আয় করছেন। এতে শুধু আর্থিক স্বচ্ছলতাই আসছে না, বরং দেশের অর্থনীতিতেও অবদান রাখা সম্ভব হচ্ছে। W3Freelancer বিশ্বাস করে যে সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহায়তা পেলে বাংলাদেশের বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করা সম্ভব, যা ফ্রিল্যান্সিং খাত এবং দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন