বেকারমুক্তি পরিষদের সভাপতির নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে গৌরীপুরে প্রতিবাদ সমাবেশ
বাংলাদেশ বেকারমুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান রাজার নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করায় ময়মনসিংহের গৌরীপুরে প্রতিবাদ সমাবেশ পালন করা হয়েছে।
শুক্রবার বিকেলে বেকারমুক্তি পরিষদ উপজেলা কমিটির আয়োজনে গৌরীপুর-বেখৈরহাটি আঞ্চলিক সড়কের পাশে শাহগঞ্জ বাজার সংলগ্ন গাগলার মোড়ে এই কর্মসূচী পালিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে বেকারমুক্তি পরিষদের উপজেলা কমিটির সভাপতি শওকত হোসেন সুমনের সভাপতিত্ব করেন।
কমিটির সাধারণ সম্পাদক আইরিন আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কমিটির সহ-সভাপতি সুমন আকন্দ, মহিলা বিষয়ক সম্পাদক শেফালী রাণী দেবী, সদস্য নিবিড় রায়, মনিরুজ্জামান মনির, অচিন্তপুর ইউনিয়ন কমিটির সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আল আমিন, সহনাটি ইউনিয়ন কমিটির সভাপতি সফিকুল ইসলাম, মাওহা ইউনিয়ন কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রুজিনা আক্তার প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, বেকারমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতির নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার বন্ধ করতে হবে এবং যারা অপকর্ম করে বহিস্কৃত হয়েছে তাদের বিচারের দাবীও জানিয়েছেন নেতৃবৃন্দরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন