বেগম খালেদা জিয়া এভারকেয়ারে হাসপাতালে ভর্তি হয়েছেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক দলের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. জেড এম জাহিদ হোসেন হাসপাতালের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানান।
জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কিছু পরীক্ষা আজ হয়েছে, আগামী কয়েকদিন আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে তিনি কতদিন হাসপাতালে থাকবেন।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার বিকেল ৫টা ২৮ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। সন্ধ্যা সাড়ে ৬টায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।
হাসপাতালের উদ্দেশ্যে রওনা করার আগে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সর্বশেষ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান বেগম খালেদা জিয়া।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন