বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল

লালমনিরহাটের হাতীবান্ধায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারি কলেজে উক্ত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীবের উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় বিএনপি, সকল অঙ্গ ও সহযোগি সংগঠন। হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার হাসান রাজীব।

এতে আরো বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম বাবুল, পাটগ্রাম পৌর বিএনপির আহবায়ক মোস্তফা সালেউজ্জামান হেলালসহ আরো অনেক।