বেতনের পুরোটাই ত্রাণ তহবিলে দান করলেন শচীন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/04/image-33939-1522593561.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার নিজের বেতনের পুরো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দিয়েছেন। রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হয় শচিনের।
গত ৬ বছরে সাংসদ হিসেবে প্রায় কোটি টাকা বেতন পাওয়ার কথা ছিলো শচীনের। সেই সব টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করে দেন ক্রিকেটের এই মহাতারকা।
শচীনের এমন অবদানে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে চিঠি দেয়া হয়। সেখানে লেখা হয়, আপনার এই পদক্ষেপকে আমরা সম্মান জানাই। যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের সহযোগিতায় এই টাকা ব্যয় করা হবে।
দেশ জুড়ে প্রায় ১৮৫টি প্রকল্পে সবুজ সংকেত দিয়েছেন শচীন। অবশ্য উন্নয়ন তহবিলের ৩০ কোটি টাকার মধ্যে খরচ করেছেন মাত্র ৭ কোটি ৪০ লক্ষ টাকা। যার মধ্যে বেশিরভাগই খরচ করেছেন কোনও স্কুল ভবনের সংস্কারে বা শিক্ষার উন্নয়নে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন