বেনাপোল থেকে ২০টি ককটেল উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/10/bena.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বেনাপোল স্থলবন্দর এলাকায় শ্রমিকদের বিশ্রামস্থল একটি বাড়ি থেকে ২০টি তাজা ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বেনাপোল স্থলবন্দরের ৫ নম্বর গেটের সামনের একটি বাড়ি থেকে এ ককটেল উদ্ধার করে বিজিবি।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানায়, বিজিবির কাছে গোপন খবর আসে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বেনাপোল বন্দরের সামনে একটি বাড়িতে ককটেল মজুত করা হয়েছে; এমন খবরে বিজিবি সদস্যরা বন্দরের ৫ নম্বর গেটের সামনে রশিদ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির টয়লেট থেকে ২০টি তাজা বোমা উদ্ধার করা হয়। বাড়িটি বন্দর শ্রমিকরা তাদের বিশ্রামের জন্য ভাড়া নিয়েছিল। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ককটেল বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।
বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম জানান, বাড়িটিতে শ্রমিকরা রাতে কেউ থাকতেন না। দিনের বেলা বিশ্রাম করতেন। বন্দরে প্রভাব বিস্তার নিয়ে শত্রুতা করে এ কাজ অন্যরা করেছে।
এদিকে স্থানীয়রা জানান, শ্রমিকদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সাধারণ শ্রমিকরা যেমন জীবননাশের ঝুঁকিতে রয়েছে তেমনি ঝুঁকিতে বন্দর। গত মাসে বন্দরের মধ্যে ককটেল বিস্ফোরণ হয়। এ ছাড়া কিছুদিন আগে বন্দরের মধ্যে একটি টয়লেট থেকে তাজা ১০টি ককটেল উদ্ধার হয়। বারবার এসব ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে অপরাধীরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন