বেনাপোলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকালে বন্দর নগরী বেনাপোলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক শহিদ আলীসহ স্থল বন্দরের সহস্রাধিক শ্রমিক অংশ গ্রহন করে। র্যালী শেষে বেনাপোল কাস্টমস হাউসের সামনে শ্রমিকদের দাবী দাবা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন