বেনাপোলে ট্রাক চাপাই প্রাণ গেলো ভারতীয় ট্রাক চালকের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/IMG_20221016_174156-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বেনাপোল স্থল বন্দরে পাঁচ নম্বর গেটের সামনে বাংলাদেশের রপ্তানিকৃত একটি পণ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ভারতীয় ট্রাকচালক শ্যামসুন্দর (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ভারতের মাথুরার বাসিন্দা।
রবিবার (১৬ অক্টোবর) সকালে এই ঘটনাটি ঘটে। মৃত ট্রাকচালকের সঙ্গে থাকা ভারতীয় অপর ট্রাকচালক আজিত যাদব জানান, বেনাপোল বন্দরের ভেতরে ট্রাক রেখে তারা রাস্তার অপরপ্রান্তে চা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন এ সময় বাংলাদেশী একটি পণ্যবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, শনিবার রাত ১০ টায় ভারত থেকে পণ্যবাহী কেমিক্যাল নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেন শ্যামসুন্দর।
এদিকে বেনাপোল পোর্ট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং ঘাতক ট্রাকসহ চালক মিলন হোসেন (২২) কে আটক করেন। আটক ট্রাকচালক মিলন হোসেন চুয়াডাঙ্গা জেলার হাকিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া বলেন, বেনাপোল স্থল বন্দরের ৫ নম্বর গেটের সামনে রাস্তা পারাপারের সময় একজন ভারতীয় ট্রাকচালকের মৃত্যু হয়েছে। পরে আমরা ঘাতক ট্রাক ও চালককে আটক করেছি বিষয়টি অসতর্কতায় রাস্তা পারাপারে কারনে এই দুর্ঘটনাটি ঘটেছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন