বেনাপোলে ২৪ কেজি গাঁজাসহ ৩ পাচারকারী আটক
যশোরের বেনাপোল সীমান্তে থেকে ২৪ কেজি গাঁজাসহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার (৯সেপ্টেম্বর) গভীর রাতে বেনাপোল সীমান্তের শালকোনা-ফুলসরা মাঠের মধ্যে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলো শার্শা থানাধীন শালকোনা গ্রামের আব্দুল মিয়ার ছেলে মেহেদী (১৯), শফিকুলের ছেলে রিয়াদ (২২) ও আশরাফুলের ছেলে সবুজ(২৮)।
স্থানীয়রা জানায়, মাদক বহনকারীরা আটক হলেও প্রকৃত মালিকরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। কিছু মাদক ব্যবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন এ ব্যাবসা চালিয়ে যাচ্ছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা থাকার মধ্যেও মাদক ব্যাবসায়ীরা তাদের মাদককে বিভিন্ন কৌশলে দেশের ভেতর প্রবেশ করে সু-কৌশলে অন্যান্য অঞ্চলে পাঠাচ্ছে।
যশোর-৪৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের শালকোনা গ্রামের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ হাতে নাতে ৩ জনকে আটক করা হয়েছে।আটককৃতদের নামে মাদকসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সৌপর্দ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন