বেরোবিতে আগামীকাল দুটি শিফটে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা
এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রোগ্রামে আগামীকাল বুধবার একই সময়ে প্রথম দুটি শিফটে (প্রথম শিফট-সকাল ৯টা থেকে ১০ টা, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে ১২ টা) ডি ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডি ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদে ২৮০ টি আসনের বিপরীতে ৮ হাজার ৬৯৫ জন শিক্ষার্থী আবেদন করেছে। ইউনিটটির প্রতি আসনে গড়ে লড়বে ৩১।
আজ মঙ্গলবার পৃথকভাবে চার শিফটে সি ইউনিটভুক্ত বিজনেজ স্টাডিজ অনুষদ ও এফ ইউনিটভুক্ত জীব ও ভ‚-বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শিফটে চলা ভর্তি পরীক্ষাগুলোতে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ পরীক্ষার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
এ বারের ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত সদস্যসহ একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছে এবং এবারেই প্রথম পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন