বেরোবিতে গুনগুন-রণন বইমেলা’র শুভ উদ্বোধন
এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুনগুন-রণন এর যৌথ প্রয়াসে ২য় বারের মতো ছয়দিন ব্যাপী গুনগুন-রণন বইমেলা -২০১৮ এর শুভ উদ্বোধন হয়েছে জাঁকজমকে।
আজ রবিবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে বইমেলাটির শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশন ( রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
বইমেলাটি আজ (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ২ মার্চ রাত ৮ টা পর্যন্ত চলবে বলে জানান মেলার উদ্যোক্তা ও গুনগুন এর সভাপতি ওমর ফারুক।
এবার গুণগুণ, রণন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস), বাঁধন, উদীচী শিল্পীগোষ্ঠী,বিজ্ঞান চেতনা পরিষদ, দুয়ার, বিভাগীয় লেখক পরিষদ, পাতা প্রকাশ, বাবুই প্রকাশনী, বই তরঙ্গ প্রকাশনী, প্রজন্ম ২১, আইডিয়া প্রকাশনী, আদি প্রকাশনী, বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার স্কুল, রিভারাইন পিপল( বেরোবি), বিতর্ক চর্চা কেন্দ্রসহ মোট ২২ টি সংগঠন ও প্রকাশনীর স্টল রয়েছে। এছাড়াও অনলাইন নিউজ পোর্টাল ‘জাগো নিউজ’ এর উদ্যোগে জাতিসংঘে বাংলা ভাষাকে ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দানের উদ্দেশ্যে স্বাক্ষর সংগৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে প্রতিদিনের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে বিকাল ৪ টা ও ৫ টায় বিশ্ববিদ্যালয় বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর পরিবেশনায় পৃথক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিতি হয়।
এবার বইমেলায় গুনগুন, রণন, বই তরঙ্গ,আইডিয়া প্রকাশন, বাঁধন, বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বিতর্ক চর্চাকেন্দ্রসহ অনেক সংগঠন ও প্রকাশনার উদ্যোগে নতুন নতুন বই রয়েছে।বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচাসহ মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক বই রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির স্টলে।
ছয়দিন ব্যাপী শুরু হওয়া এ বইমেলা চলবে ২ মার্চ পর্যন্ত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন