বেরোবিতে নতুন সহকারী প্রভোস্ট-প্রক্টর এর দায়িত্বে তিন শিক্ষক
বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ মুখতার এলাহী হল-এ নতুন দুই জনকে সহকারী প্রভোস্টের দায়িত্ব প্রান করা হয়েছে।
উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ এর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর স্বাক্ষরিত বৃহস্পতিবার পৃথক পৃথক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করেন।
দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলেন ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: মোস্তাফিজুর রহমান এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো: হান্নান মিয়া। অপর দিকে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পান করা হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম হুমাইদাকে।
উল্লেখ্য, শহীদ মুখতার এলাহী হল-এর মেয়াদ শেষ হওয়া তিন সহকারী প্রভোস্ট পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো: সিদ্দিকুর রহমান, গণিত বিভাগের প্রভাষক মো: ইসমাইল হোসেন, রসায়ন বিভাগের প্রভাষক মো: হারুর-আল-রশীদ এবং সহকারী প্রক্টর মীর তামান্না ছিদ্দিকাকে ায়িত্ব সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁরে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন