বেরোবিতে প্রবেশপত্র উত্তোলন প্রক্রিয়া শুরু
এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষেও ছয়টি অনুষদভুক্ত ২১ টি বিভাগের ভর্তির প্রবেশপত্র উত্তোলন প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল এ প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এটি সহজলভ্য করে দেওয়া হয়।
বেশ কিছু কারেকশন (সংশোধনী) থাকায় গতকাল এইি প্রক্রিয়া শুরু করা যায়নি বলে জানান উপাচার্যের ব্যক্তিগত সচিব (পিএস) আমিনুর রহমান। আজ সংশোধনী শেষে সন্ধ্যায় প্রবেশপত্র উত্তোলন উন্মুক্ত করা হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য।
ভর্তি পরীক্ষা দেওয়ার পূর্ব পর্যন্ত এ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান আমিনুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: আরিফুল ইসলাম।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিচের লিংকে (brur.teletalk.com.bd) প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র উত্তোলন করতে পারবে।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (brur.ac.bd) ও অফিসিয়াল ফেসবুক পেজ (www.facebook.com/brur.admission.info/) থেকে পাওয়া যাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন