বেরোবিতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো’র স্বীকৃতি প্রদান বিষয়ে আলোচনা সভা
এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ( বেরোবি) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’ স্বীকৃতি প্রদান বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধা ৬টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে এই আলোচনা সভার আয়োজন করা হয় । সভার শুরুতেই উপাচার্যের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’ স্বীকৃতি প্রদান বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মশিয়ার রহমানের সঞ্চলানায় এই সভায় স্বাগত বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, বাঙ্গালি জাতির স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, গোটা বাঙ্গালি জাতিকে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে এবং জয়লাভ করতে ভীষণভাবে প্রেরণা যুগিয়েছে ’। উপাচার্য ২০১৮সনের জানুয়ারীতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মকর্তাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক ওয়ার্কশপ চালু করা হবে এবং সনদ প্রদানের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন । এবং একই বিষয়ের উপর ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এ স্বল্প মেয়াদী এবং ডিপ্লোমা কোর্স চালু করার আশ্বাস দেন তিনি।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ বেরোবি শাখা ছাত্রলীগের নেতা-নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন