বেরোবির কোটা আন্দোলনকারীদের সাথে হাতাহাতির অভিযোগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হাতাহাতির মতো ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে হাতাহাতির একটি ঘটনার অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুারালের সামনে বিকাল ৪:০০ টায় কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রা জিরো পয়েন্ট হয়ে ঘুরে দেবদারু সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন পার হলেই আন্দোলনকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এমন সময় প্রক্টর কয়েকজন শিক্ষক নিয়ে তাদের থামানোর চেষ্টা করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রক্টরের বাঁধা মানতে অস্বীকার করলে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীদের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে হাতাহাতি করতে দেখা যায়। তাছাড়াও প্রক্টরকে হামলার ছাত্রলীগের মিথ্যা অভিযোগ করা হয়। তবে এসময় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

আন্দোলনকারী শিক্ষার্থী শয়ন বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছি কিন্তু এখানে ছাত্রলীগ এবং প্রশাসন আমাদের বাধা দিয়েছে। ইংরেজি বিভাগের শিক্ষার্থীর সাঈদ বলেন আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাব ।

বিশ্ববিদ্যালয়ে প্রক্টর শরিফুল ইসলাম বলেন, উপর থেকে বলা আছে আজকে বাইরে যাওয়া যাবে না। শিক্ষার্থীদের যেন কোন ক্ষতি না হয় তাই তাদের থামানোর চেষ্টা করেছি।

এছাড়া প্রক্টরকে কেউ ধাক্কা দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমাকে কেউ ধাক্কা দেয়নি।