বেরোবি’র পরিচ্ছনতায় তৃণ কর্তণ যন্ত্রের উদ্বোধন

এইচ. এম নুর আলনম, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাস পরিষ্কার করার জন্য তৃণকর্তণ (ঘাস কাটা) যন্ত্রের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৩ নং একাডেমিক ভবনের সামনে যন্ত্রচালিত ও হস্তচালিত দুইটি যন্ত্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও এবং তরুণ জননেতা রাশেক রহমান। বেলা তিনটায় যন্ত্র দুটি উদ্বোধনকালে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন করার জন্য ঘাস কাটার যন্ত্র কেনা হয়েছে। এর আগে ক্যাম্পাস পরিষ্কার করার জন্য উপাচার্য মহোদয়ের নির্দেশে একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ক্যাম্পাসের আগাছা পরিষ্কার করা সম্ভব হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের অপ্রয়োজনীয় ঘাসবন-কাশবন ও তৃণলতা পরিষ্কার নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে সংবাদ প্রকাশিত হয়। এর ফলে বিষয়টি তুমুল আলোচিত হয়। আজ সোমবার ‘মিনফোর’ নামক তৃণ কর্তন (ঘাসকাটা) মেশিন দিয়ে জঙ্গল পরিষ্কার কার্যক্রম শুরু হলো।