বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা বাড়ল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/01/162551_bangladesh_pratidin_high-court-bdp.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। সংস্থাটির এই ক্ষমতার ওপর এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট।
সে নিষেধাজ্ঞার মেয়াদ আজ আরও এক মাস বাড়ানোর আদেশ দিয়েছেন আদালত। ফলে এই সময়ে কোনো শিক্ষক নিয়োগে সুপারিশ করতে পারবে না এনটিআরসিএ।
নিয়োগবঞ্চিত কয়েক শতাধিক নিবন্ধনধারী প্রার্থীর আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ।
এর আগে গত ১৫ ডিসেম্বর বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ওপর এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলেন একই বেঞ্চ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন