বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম জানান, ঝড়ো হাওয়ার কারণে পদ্মা উত্তাল হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে এই রুটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি উন্নতি হলে লঞ্চ চলাচল শুরু করার নির্দেশ দেয়া হবে বলে জানায় বিআইডব্লিউটিএ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন