বোনের অবদার রাখতে লাশ হলো ভাই-বোন!
নরসিংদী: জেলার বদরপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের বদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই এলাকার রফিকুল মিয়ার ছেলে ও চাল ব্যবসায়ী আব্দুল কাদির (২০) এবং তার ছোট বোন সানজিদা (১২)।
এদিকে দুর্ঘটনার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা চালক মুক্তার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেৃহস্পতিবার বিকেলে আব্দুল কাদির মোটরসাইকেলে তার তার ছোট বোনকে নিয়ে বেড়াতে বের হন। বেড়ানো শেষে সন্ধ্যার দিকে বদরপুর আব্দুল মান্নান ভূইয়া কলেজের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগ্রামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাদির মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যান এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
পরে আশপাশের লোকজন তাদের গুরুত্বর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাদিরকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর সানজিদারও মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন বলেন, ছোট বোনের আবদার রাখতেই এদিন মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়েছিল কাদির।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাসহ চালককে অঅটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা। নিহতদের পরিবার মামলা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন