ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
সোমবার সাউদাম্পটনে বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বিকাল সাড়ে তিনটায়। নিয়ম অনুযায়ী ম্যাচের আধা ঘণ্টা পূর্বে টস অনুষ্ঠিত হয়। কিন্তু বৃষ্টির বাধাঁয় টস হতে ১০ মিনিট বিলম্ব হয়। তবে পরবর্তীতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইব।
শেষ চার নিশ্চিতের মিশনের অংশ বিশেষ আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। অন্যদিকে বাদ পড়া আফগানিস্তানের চেষ্টা অঘটন ঘটনো।
সে আর যাই হোক, আজ টাইগার একাদশে দুই পরিবর্তন এসেছে। দলে ডাক পেয়েছেন সাইফউদ্দিন ও মোসাদ্দেক। বাদ পড়েছেন রুবেল ও সাব্বির।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, মাশরাফি বিন মর্তুজা ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাইব, শিনওয়ারি, রহমত শাহ, হাসমউল্লাহ শাহিদী, আসগর স্তানিকজাই, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলী, রশিদ খান, জাদরান ও মুজিবর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন