ব্রিজ ভেঙে ট্রাক-সিএনজি খালে, নিখোঁজ ১০
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্মিত ব্রেইলি ব্রিজ ভেঙে ট্রাক ও সিএনজি পানিতে পড়ে গেছে। এতে ট্রাক ও সিএনজিতে থাকা প্রায় ৮ থেকে ১০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার দুুপুরে দেলদুয়ার-টাঙ্গাইল সড়কের দুল্লা বাজারের উত্তর পাশে ঘটনাটি ঘটেছে। ট্রাক ও সিএনজিতে থাকা প্রায় ৮ থেকে ১০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।
উদ্ধার তৎপরতা চালাতে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসেছে। ব্রিজটি ভেঙে পড়ায় দুই পাশে আটকা পড়েছে শত শত যানবাহন। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে দুই পাশের সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে দুর্ঘটনায়কবলিত ট্রাক ও সিএনজি দেলদুয়ার থেকে অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে ব্রেইলি ব্রিজে উঠা মাত্রই ব্রিজটি ভেঙে যাত্রীসহ গাড়িগুলো ব্রিজের নিচে খালে পড়ে যায়।
অনেক খোঁজাখুজির পরও ট্রাক ও সিনজির কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গাড়িতে প্রায় ৮ থেকে ১০ জন লোক ছিল তারা সবাই মারা গেছেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছে। যাত্রীদের উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেছে। ঘটনাস্থলে ভিড় জমিয়েছে হাজার হাজার জনতা।
দেলুদয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হোসেন কবির বলেন, আমি অসুস্থ আছি। তাই ঘটনাস্থলে যেতে পারেনি। উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল থেকে বিষয়টি জেলা প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছেন।
বিকেল ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস তাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন