ব্লগিং করে খ্যাতির শিখরে ১০৫ বছরের বৃদ্ধা!
শতবর্ষ পার করেছেন আগেই। ১০৫ বছর পেরিয়েও গেলেও ব্লগ লিখতে শুরু করেছেন সুইডেনের ডাগনি কার্লসন। আর তাতেই সবাই চমকে যাচ্ছে। তবে তিনি বলেছেন,বুদ্ধিমান বুড়োমানুষও যে থাকতে পারে, সেটা অধিকাংশ মানুষ বিশ্বাস করে না।
ডাগনির ব্লগ ফ্যানদের সংখ্যাও অনেক। তিনি বলেন, ভাবতেই পারি না মাত্র নয় দশ বছরের খুদের দল আমার লেখা পড়ে কমেন্ট লিখেছে। ১০০তম জন্মদিনে আত্মীয়রা ডাগনিকে একটি কম্পিউটার উপহার দেন। সেটা পেয়েই দ্রুত চালানো শিখে নিয়েছিলেন।
তারপরেই ইন্টারনেট দুনিয়ায় প্রবেশ। বিভিন্ন সাইট ঘাঁটাঘাঁটি করা নিত্য অভ্যাসে পরিণত হতে বেশি দেরি হয়নি। ক্রমশ ব্লগ দুনিয়ায় প্রবেশ করেন ডাগনি। এরপরেই শুরু তার চমকের। বিভিন্ন বিষয়ে ব্লগ লিখে এখন তিনি সুইডেনের একজন নামকরা ব্লগার।
সুইডেনের প্রবীণদের পক্ষে আদর্শ হয়েছে ডাগনির ব্লগ। বিভিন্ন অনুষ্ঠানে তাকে সম্মান জানানো হচ্ছে। এতে খুব খুশি ১০৫ বছরের ডাগনি। প্রায় ২,০০০ ইউরো পরিমাণ পুরস্কারের অর্থ ডাগনি তার জন্মদিনের পার্টির জন্য খরচ করবেন বলে স্থির করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন