‘বড় দুর্যোগ বড় পরিবর্তন নিয়ে আসে’

বড় দুর্যোগ বড় পরিবর্তন নিয়ে আসে। প্রযুক্তি, স্বাস্থ্য, গণতন্ত্র সবকিছুতেই ছোঁয়া লাগে বদলের বলে মন্তব্য করে নাগরিক স্মরণমঞ্চের আহ্বায়ক ও জাসদ উপদেষ্টা এনামুজ্জামান চৌধুরী বলেন, বর্তমান করোনা পরিস্থিতিকে অনেকেই সুন্দর ভবিষ্যৎ এবং সুগঠিত সমাজ গঠনের প্রথম ধাপ বলছেন। অপরদিকে অনেকের ভয়, এ দুর্যোগ হয়তো সামনে আরও কঠিন অবস্থা তৈরি করবে। সামাজিক দূরত্ব, কড়া নজরদারি, সর্বক্ষণ প্রযুক্তির মধ্যে থেকে স্বাভাবিক ছন্দ হারাবে জীবন।

সোমবার (২৬ এপ্রিল) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা’র পিতা মরহুম নূর হোসেন আশরাফির ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ মঞ্চের উদ্যোগে নূর হোসেন আশরাফি স্মৃতি সংসদ ও পাঠাগারের সহযোগিতায় স্মরণসভা-দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাঙলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন সমন্বয়কারী কৃষক মো. মহসিন ভুইয়া, বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, শেরে বাংলা গবেষণা পরিষদের মহাসচিব আর কে রিপন, অগ্রগামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোালাম পারুক মজনু, বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি সভাপতি শফিকউদ্দিন অপু, সাখাওয়াত হোসেন, আলম শরিফ প্রমুখ।

আলোচকবৃন্দ মরহুম নূর হোসেন আশরাফির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতির কঠিন চেহারা আগের চেয়ে কোনো অংশেই কম নয়, বরং কিছু বেশি। তবু আশার কথা হচ্ছে, প্রতিদিন নতুন নতুন সম্ভাবনার খবর আসছে, উন্নতির খবর আসছে। দিনের পর দিন, বছরের পর বছর এর রেশ রয়ে যাবে।

তারা বলেন, প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসার অর্থ এই নয় যে, আমরা আশাপ্রদ খবর দিয়ে কঠিন অবস্থা সামনে আনতে চাই না। বরং এটা বললে সহজ হয়, নতুন খবরের কারণে কঠিন পরিস্থিতি সামলানো সহজ হয়েছে। শুরুতে যখন অবস্থা ধরাছোঁয়ার বাইরে ছিল, তখন থেকে এ মুহূর্ত পর্যন্ত দ্রুত উন্নতি হয়েছে সবকিছুতে।

খালিশপুরে পারিবারিকভাবে ও ঢাকার আদবর জামিয়া মাদ্রাসায় মরহুম নূর হোসেন আশরাফির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।