ভাত খাওয়ার সময় জেলেকে কামড়ে ধরল বাঘ
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রাজাখালী খালে বাঘের আক্রমণে আশরাফুল ইসলাম খোকন নামের এক জেলে আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত জেলে আশরাফুল ইসলাম খোকন (৩৬) শ্যামনগর উপজেলার মুন্সিগজ্ঞ ইউনিয়নের মরাগাং গ্রামের মৃত. আবুল কাশেমের ছেলে। খবর জাগো নিউজের।
স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, কৈখালী ফরেস্ট স্টেশন থেকে পাস নিয়ে কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করে আশরাফুল ইসলাম। একটি নৌকায় দুইজন বৈধভাবে সুন্দরবনের প্রবেশ করে। সকালে নৌকায় বসে ভাত খাওয়ার সময় একটি বাঘ আশরাফুলের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় নৌকায় থাকা অপর যুবক বাবু লাঠি দিয়ে আঘাত করতে থাকলে বাঘটি তাকে ছেড়ে দিয়ে চলে যায়। এসময় বাবু ঘটনাটি মোবাইলযোগে স্থানীয়দের জানান। পরে বনকর্তারা তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসেন।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রফিক আহম্মেদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, আহত আশরাফুল ইসলাম এখন বাড়িতে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত হলেও মুখ ও গলা বাঘের থাবায় চিরে গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন