ভারত–অস্ট্রেলিয়াও যেখানে আফগানিস্তানের পেছনে
বেলফাস্টে আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। ১-১ ব্যবধানে সমতা থাকায় ম্যাচটা দুই দলের জন্যই সিরিজ জয়ের লড়াই। প্রথম ম্যাচে আফগানরা জিতলেও দ্বিতীয় ম্যাচে তারা হেরেছে। বেলফাস্টে হেরে যাওয়া সেই ম্যাচটা ছিল আফগানিস্তানের শততম ওয়ানডে। যদি প্রশ্ন করা হয়, এই ১০০ ওয়ানডের মধ্যে আফগানরা কতগুলো ম্যাচ জিতেছে?
জানা না থাকলে জবাবটা খুঁজতে পরিসংখ্যান ঘাঁটতেই হবে। আর এই জয়ের পরিসংখ্যানটা একটু চমকে ওঠার মতো। এশিয়ায় দলগুলোর মধ্যে প্রথম ১০০ ওয়ানডেতে জয়ের ‘ফিফটি’ তুলে নেওয়া একমাত্র দল আফগানিস্তান! ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো বড় দলগুলো নয়, শুধু আফগানিস্তানই এশিয়ার মধ্যে এই গৌরবের অধিকারী।
ওয়ানডেতে ১৪তম দল হিসেবে ন্যূনতম ১০০ ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়ে ফেলেছে আফগানিস্তান। সাতটি দল তাদের শততম ওয়ানডেতে জয়ের মুখ দেখলেও হেরে যাওয়া ছয়টি দলের মধ্যে আফগানিস্তান সর্বশেষ সংযোজন। কেনিয়ার শততম ওয়ানডে ম্যাচটা বৃষ্টিতে ধুয়ে যায়। আশ্চর্যের ব্যাপার, নিজেদের প্রথম ১০০ ম্যাচে জয়সংখ্যায় আফগানিস্তান টেক্কা দিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলকেও!Eprothomalo
অস্ট্রেলিয়া তাদের প্রথম ১০০ ম্যাচের মধ্যে ৪৫ জয়ের পাশাপাশি ৪৯ ম্যাচে হেরেছে। বাকি ৬ ম্যাচ ফল আসেনি। জয়সংখ্যায় নিউজিল্যান্ড তাদের ট্রান্স-তাসমানিয়ান প্রতিবেশীর চেয়ে এক ম্যাচ ব্যবধানে (৪৬ ) এগিয়ে। ৪৪ জয় নিয়ে অস্ট্রেলিয়ার পরই আয়ারল্যান্ড। তাদের পরে পাকিস্তান (৪২), ভারত (৪০), স্কটল্যান্ড (৩৫), কেনিয়া (৩২), জিম্বাবুয়ে (২১) ও শ্রীলঙ্কা (২০)। তাহলে বাংলাদেশের নামটা কোথায়?
যে ১৪টি দল কমপক্ষে ১০০ ওয়ানডে খেলেছে তাদের মধ্যে জয়সংখ্যায় (প্রথম ১০০ ম্যাচ) বাংলাদেশ একেবারে তলানিতে। নিজেদের প্রথম ১০০ ম্যাচের মধ্যে ৬টি জয়ের মুখ দেখেছিল বাংলাদেশ। ৯২ হার এবং বাকি ২ ম্যাচ ফলহীন। বাংলাদেশ ওয়ানডে মর্যাদা পাওয়ার ২০ বছর পর একই আঙিনায় পা রাখা আফগানরা এ তালিকাতেই চতুর্থ।
নিজেদের প্রথম ১০০ ম্যাচের মধ্যে ৫২ জয় তুলে নিয়েছে আফগানিস্তান। ৪৬ ম্যাচে হার এবং বাকি ২ ম্যাচ ফলহীন। প্রথম ১০০ ম্যাচে জয়সংখ্যায় ওয়েস্ট ইন্ডিজ সবার ওপরে। ৭৭ ম্যাচ জিতেছে ক্যারিবিয়ানরা। এরপর দক্ষিণ আফ্রিকা (৫৫) ও ইংল্যান্ড (৫৪)।
মজার ব্যাপার, আফগানিস্তানের শততম ম্যাচটা আবার মোহাম্মদ নবীর ক্যারিয়ারেও শততম ওয়ানডে। এই সংস্করণের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে দেশের প্রথম ১০০ ম্যাচের সব কটিতেই খেলার কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার। নবীর আগে আর কোনো ক্রিকেটারই দেশের প্রথম ১০০ ম্যাচ দূরে থাক অন্তত ৫০ ম্যাচও খেলতে পারেননি। কেনিয়ার প্রথম ৪৯ ম্যাচে অংশ নিয়ে রেকর্ডটা দখলে রেখেছিলেন স্টিভ টিকোলো। নবী তাঁকে টপকে গেছেন বহু আগেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন