ভারত-বাংলাদেশের মানুষের মধ্যকার সম্পর্ক রক্তের অক্ষরে লেখা: তথ্যমন্ত্রী
তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের মানুষের মধ্যকার সম্পর্ক রক্তের অক্ষরে লেখা।’
কলকাতা প্রেসক্লাবে বাংলাদেশের উন্নয়ন শীর্ষক আলোচনায় শনিবার স্থানীয় সময় দুপুর ১টায় প্রধান বক্তা হিসেবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘বাংলাদেশে আমাদের যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছরে বদলে গেছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়নের জোয়ারে এখন কোথাও কুড়ে ঘর ও পায়ে চলার মেঠো পথ খুজে পাওয়া যায় না। এখন আর সকাল বেলায় কোন মানুষের কণ্ঠে শোনা যায় না, মাগো আমাকে একটু বাসি ভাত দাও। এখন দেশে অনাহারী মানুষ নেই বললেই চলে। এগুলো এখন আর কোন স্বপ্ন নয়, এটাই বাস্তব।’
তিনি আরও বলেন, ‘গত ১৪ বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা বিশ্বের সকল উন্নয়ন দেশের জন্য উদাহরণ। সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে যখন সারা বিশ্বে অর্থনৈতিক স্থবিরতা তখনো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সবার জানা। করোনাকালে অর্থনৈতিক প্রবৃদ্ধির তালিকায় বাংলাদেশ প্রথম ৩টি দেশের একটি।’
ড. হাছান আরও বলেন, ‘শেখ হাসিনা একটি মানবিক ও সামাজিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। আমরা আঞ্চলিক উন্নয়নে বিশ্বাস করি। কারণ আঞ্চলিক উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন হয় না।’ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যাত্রায় ভারতের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন মন্ত্রী।
অন্যান্যের মধ্যে এই অনুষ্ঠানে বক্তব্য দেন সাইমুম সারোয়ার কমল, কলকাতায় বাংলাদেশস্থ উপ হাইকমিশনের উপ হাইকমিশানার আন্দালিব ইলিয়াস। সভা পরিচালনা করেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর।
এর আগে মন্ত্রী স্থানীয় একটি হোটেলে ইন্দো-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রেসক্লাবের অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবু, দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, বাংলাদেশ হাই কমিশন, নয়াদিল্লির প্রেস মিনিস্টার শাবান মাহমুদ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন