ভারতকে ড্রোন দিচ্ছে আমেরিকা, ঘোর বিরোধিতা পাকিস্তানের
ভারতের কাছে ড্রোন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। আর তারই ঘোর বিরোধিতা করেছে পাকিস্তান।
তাদের বক্তব্য এর অপব্যবহার করতে পারে ভারত।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত আমেরিকাকে ড্রোনের জন্য অনুরোধ করেছিল। আমেরিকা সেই অনুরোধ খতিয়ে দেখবে। এরপরই পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, সশস্ত্র ড্রোনলগুলোর ব্যবহার ভুল পথে হতে পারে।
তিনি আরও বলেন, পাকিস্তান ক্রমাগত অঞ্চলে স্থিতাবস্থা বজায় রেখে চলেছে। কিন্তু আন্তর্জাতিক অস্ত্র স্থানান্তরিকরণের ক্ষেত্রে বিবেচনা করবে তারা। অতিরিক্ত ক্ষমতা এই স্থিতিবস্থায় প্রভাব ফেলতে পারে এবং তার প্রভাব সমগ্র দক্ষিণ এশিয়ায় পড়বে।
সম্প্রতি আমেরিকার স্টেট সেক্রেটারি রেক্স টিলারসন পাকিস্তান সফরে গিয়েছিলেন। সেখানে তিনি বলেন, পাকিস্তানের দুটি সীমান্তই খুব সমস্যার।
এরপর তিনি ভারত ও আমেরিকার সম্পর্কের কথা তোলেন।
এই নিয়ে মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাকিস্তান দ্বিপার্শিক সম্পর্কের বিপক্ষে নয়। কিন্তু সেটা চীনের এজেন্ডা বা পাকিস্তানের হুমকির উপর নির্ভর করে না।
তিনি আরও বলেন, ভারতের উপর আমেরিকার ভূমিকা নিয়ে আমরা চিন্তিত। বিভিন্ন বিষয় নিয়ে এটি শুধু পরিস্থিতিতে উত্তপ্ত করবে। আমাদের মনে হয় আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করা উচিত। সূত্র: কলকাতা২৪।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন